Indian Idol-র মঞ্চে বাংলার জয়জয়কার, মনে জিতে নিলেন ৩ বাঙালি মেয়ে
#মুম্বই: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজন। আর এই সিজন দেখবার জন্য বাঙালির অন্যতম বড় কারণ হল বাংলার তিন মেয়ের অপূর্ব গান। সঞ্চারী সেনগুপ্ত, অনুষ্কা পাত্র এবং দেবস্মিতা রায়। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার এই তিন মেয়ের জয়জয়কার শুধু ওঁদেরই নয়, গর্বিত করবে আপনাকেও। কেউ তাঁর গলার পিচ বদলে নজর কেড়েছে বিচারকদের, আবার কারুর গানে বিচারকের চোখে জল। তবে বাংলার এই তিন মেয়ে কিন্তু ভারতের সঙ্গীতের মঞ্চে বেশ আশা দেখাচ্ছে…