‘কেশরি ২’-এর জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার? সত্যিটা কী?
কলকাতা: অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন ছবি ‘কেশরি ২’ সদ্য মুক্তি পেয়েছে। এই ছবিটির মধ্যে যেমন দেশাত্ববোধক একটা বার্তা রয়েছে, তেমনই রয়েছে প্রচুর ট্যুইস্ট। অজানা এক গল্পকে দর্শকদের সামনে তুলে ধকেছে অক্ষয় কুমারের ‘কেশরি ২’। চলচ্চিত্রের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে যে ‘কেসরি ২’ দর্শকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে। ব্যবসায়ী বিশ্লেষকরাও মনে করছেন যে, লম্বা সাপ্তাহিক ছুটি আর প্রচারে ভাল সাড়া পাওয়ার ফলে, ছবিটি ভাল ফল করবে। এই সমস্ত আলোচনার মাধ্যেই, অক্ষয় কুমারের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক…