IPL 2025: আজও খেলেননি দেশের জার্সিতে, প্রীতির দলের যুবকের আইপিএল ইতিহাস! অভাবনীয় বললেও কম…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) জয়ের ধারা অব্যাহত রেখেছে পঞ্জাব কিংস (PBKS)। গত বুধবার, এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে (CSK) চার উইকেটে হারিয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। এর সঙ্গেই পয়েন্ট টেবলের প্রথম দুয়ে এসে, প্লে-অফের জমি আরও পাকা করে ফেললেন তাঁরা। ঘরের মাঠে এমএস ধোনিরা (MS Dhoni) ১৯০ রান করেছিলেন। জবাবে প্রীতি জিন্টার (Preity Zinta) ফ্র্যাঞ্চাইজি ২ বল হাতে রেখে খেলা বার করে নেয়। আর এই ম্যাচে চর্চায় প্রীতির দলের ২৪ বছরের ক্রিকেটার প্রভসিমরন…










