বাপ কা বেটা! বাবা খেলতেন ইস্টবেঙ্গল, লাল-হলুদ জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন ছেলে
বাবার পথেই পা রেখেছেন ছেলে। ছোট বয়সেই বাবার হাত ধরে ফুটবলযাত্রা শুরু করছিলেন, এবার বাবার ক্লাবেই নাম লেখালেন ভারতের তারকা ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াদুর ছেলে আহমেদ ওয়াদু। বাবা ছিলেন এক সময় ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার। ভারতের জার্সি পরে খেলার পাশাপাশি তিন প্রধানের হয়েও খেলছিলেন মেহরাজউদ্দিন ওয়াদু। মেহরাজউদ্দিন খেলেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের হয়ে। কলকাতার ময়দানে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন কাশ্মীরি ফুটবলার মেহরাজ। অনেক বড় ম্যাচে একাই নজর কেড়ে নিয়েছিলেন। সেই মেহরাজের ছেলেই এবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে ময়দানে নামলেন। ফুটবলের প্রতিভা যে…