Chinese Spy Ship: শ্রীলঙ্কার উপকূলে চিনা জাহাজ নিয়ে ফের ভারত-চিন উত্তাপ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ও চিনের মধ্যে বাদানুবাদ শুরু হয়েছিল আগেই। বাদানুবাদ না বলে টেনশনও বলা চলে। এই টানাপোড়েনের শুরু শ্রীলঙ্কার হামবানতোতা পোর্টে চিনের একটি জাহাজ আসায়। যা নিয়ে ভারতের তীব্র আপত্তি ছিল। ভিন্ন কারণে আপত্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও। কিন্তু সেই আপত্তি চিন মানেনি। কিন্তু এখন সংকটটা আর চিন-ভারত বা আমেরিকার মধ্যে আবদ্ধ নেই। এখন বিষয়টা নিয়ে শ্রীলঙ্কা ও চিনের মধ্যেও একটা তিক্ততার আবহ তৈরি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন? কারণ, ভারত কোথাও এমন একটা…