লাল-হলুদ শিবিরের কাছে আতঙ্ক গোয়া, রবিবার কখন-কোথায় দেখবেন ইস্টবেঙ্গলের ম্যাচ?
মারগাঁও: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ পাঁচটি ম্যাচেই জিতেছে এফসি গোয়া (East Bengal vs FC Goa)। এই পাঁচ ম্যাচে তারা ১২ গোল দিয়েছে ও ছ’গোল খেয়েছে। লিগে আর কোনও দলের বিরুদ্ধে টানা এতগুলি ম্যাচ জেতেনি গোয়ার দল। শেষ টানা ১৫টি ম্যাচে অন্তত একটি করে গোল অবশ্যই পেয়েছে তারা। রবিবারও যদি গোল পায় তারা, তা হলে নিজেদেরই নজির ছোঁবে তারা, যা গড়েছিল ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর অক্টোবর পর্যন্ত। মানোলো মার্কেজের প্রশিক্ষণাধীন দল আইএসএলে কখনও ইস্টবেঙ্গলের কাছে হারেনি। সাতটিতে জিতেছে ও দু’টি ম্যাচে…