আদালতের সময়সীমা শেষের আগেই জমা পড়ল অভিষেকের নথি, খতিয়ে দেখা শুরু করবে ইডি
কলকাতা : সময়সীমা শেষের আগেই নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের কড়া বার্তার পরেই ইডি-র কাছে জমা পড়ল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নথি। আজকের মধ্যে ইডির কাছে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। বুধবার থেকে তা খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে দাবি। নথি পেশের জন্য় মঙ্গলবার অবধিই সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিকেল অবধি নথির হার্ড কপি জমা পড়েনি বলে…










