‘রুশদি জীবন্ত লাশ’, হামলাকারীকে প্রশস্তি করে পুরস্কৃত করার ইচ্ছা ইরানের সংস্থার
তেহরান: সলমন রুশদির (Salman Rushdie) হামলায় অভিযুক্ত যুবককে প্রশংসায় ভরিয়ে দিল ইরানের (Iran) এক সংস্থা। ওই ‘সাহসী কাজের’ (Award For Brave Action) পুরস্কার বাবদ অভিযুক্ত যুবককে ১ হাজার বর্গমিটার কৃষিজমি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। তাদের সম্পাদক মহম্মদ এসমাইল জারেই-কে উদ্ধৃত করে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানায়, ‘রুশদির একটি চোখ এবং একটি হাত নষ্ট করে দিয়ে মুসলিমদের শান্তি দেওয়ার মতো কাজ করেছেএখন ওই মার্কিন যুবক। ওঁকে ধন্যবাদ।’ কী দাবি সংস্থার? জারেই বলেছেন, ‘রুশদি এখন জীবন্ত লাশ। এমন…