ISL সেমিফাইনালে মোহনবাগানের সামনে জামশেদপুর! ১০ জনে খেলেই ২-০ হারাল নর্থইস্টকে
মুহূর্মুহূ গোল নষ্টের প্রদর্শনী দেখিয়ে আইএসএল থেকে ছিটকে গেল নর্থইস্ট ইউনাইটেড। গোটা ম্যাচে দুর্ধর্ষ ডিফেন্স করল জামশেদপুরের রক্ষণ। ১০ জনে খেলল জামশেদপুর, কিন্তু তাও গোলের খাতা খুলতে পারল না নর্থইস্ট ইউনাইটেড। ২-০ গোলে শিলংয়ে গিয়ে নর্থইস্টকে হারাল খালিদ জামিলের জামশেদপুর এফসি। সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর। নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নেমেছিল। কারণ অক্টোবর মাসে এই জামশেদপুর এফসিকে তাঁরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। এরপর ফেব্রুয়ারি মাসে জামশেদপুরের মাঠে গিয়েও তাঁদের ২-০ গোলে হারিয়েছিল আলাদিনরা। এদিন খেলার…








