KKR Teammate: রানাকে ধরে রেখে ভুল করেনি কেকেআর, প্রাক্তন সতীর্থরা ব্যাঁকা কথার উত্তর উইকেট নিয়ে দিলেন
KKR Teammate: স্টার্ক যিনি ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেকেআর-র হয়ে প্রত্যাবর্তন করেছিলেন, বিশেষ করে প্লে-অফের সময় তাঁদের ট্রফি জয়ের মরশুমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন এই অজি পেসার৷হর্ষিত রানা ও স্টার্ক মিষ্টি চিটচ্যাট – Photo- Youtube Grab পারথ: পারথে শনিবার সকালে হয়ে গেল কেকেআর বনাম কেকেআর লড়াই৷ অস্ট্রেলিয়ান স্পিডস্টার, মিচেল স্টার্ক তাঁর প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (KKR) সতীর্থ হর্ষিত রানার সঙ্গে জড়িয়ে পড়লেন কথা শোনানোর লড়াইতে! না এটা অবশ্য অস্ট্রেলিয়া পুরনো জাত্যাভিমান ভরা স্লেজিং ছিল না৷ বরং…