এশিয়ায় সেরা ২৫০-র মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়! MAKAUT-সহ বাকিরা কোথায়?
এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা পেল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, গতবারের থেকে দুই বিশ্ববিদ্যালয়েরই উত্থান হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় উঠেছে আটটি ধাপ। আর যাদবপুর একলপ্তে ১৭ ধাপ উঠে এসেছে। বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ (QS World University Ranking) অনুযায়ী, এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ৬০ নম্বরে আছে আইআইটি খড়্গপুর। সার্বিক স্কোর হল ৬৮.৮। কলকাতা বিশ্ববিদ্যালয় আছে ১৭৯ নম্বরে। সার্বিক স্কোর হল ৪২.৪। আর ২১১ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে। সার্বিক স্কোর হল ৩৭.১। ভারতের সেরা শিক্ষা…