মোদির শহরে বন্দেমাতরম স্লোগানের মধ্যে ইংল্যান্ডকে ধ্বংস করল ভারত, সিরিজ ৩-০
আমদাবাদ: ঘরের মাঠে খেলতে পারছেন না শহরের সবচেয়ে বড় তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) থেকেও ছিটকে গিয়েছেন। যশপ্রীত বুমরাকে ছাড়া ভারতীয় দলের বোলিং আক্রমণ কীরকম দাঁড়ায়, অনেকেই তা নিয়ে উৎকণ্ঠায়। যদিও বুমরার ঘরের মাঠে ভারতীয় বোলিংয়ের ছবিটা দেখে অনেকেই ইতিবাচক হয়ে উঠছেন। বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আশ্বস্ত করার মতোই পারফরম্যান্স ভারতীয় বোলারদের। বিশেষ করে বুমরার পরিবর্তে ওয়ান ডে দলে যাঁকে নেওয়া হয়েছে, সেই হর্ষিত রানা প্রত্যেক ম্যাচেই চাপের মুখে পারফর্ম করছেন। বুধবারও যিনি নিলেন ২ উইকেট। শিকারের তালিকায়? জস…