সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
বিশাখাপত্তনম: গত আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এক ম্য়াচে পরাজিত হওয়ার পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুল ও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা উত্তপ্ত কথোপকথন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ক্ষিপ্ত সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) কার্যত রাহুলকে তিরস্কার করতে দেখা যায়। তারপর বছর ঘুরেছে। বর্তমানে রাহুল আর লখনউ দলের অংশ নন। দলের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে নতুন মরশুমের প্রথম ম্যাচের পরেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল? দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs LSG) এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে…