বেশি বয়সে বাবা হওয়ার পরিকল্পনা? শুধু জটিলতা নয়, সন্তানের জন্যও ঘনাতে পারে বিপদ
কলকাতা: বর্তমানে মানুষ কেরিয়ার এবং সাফল্যের পিছনে ছুটছে। ফলে পরিবারের জন্য বিশেষ সময় দেওয়া যায় না। সেই কারণে পিতৃত্ব কিংবা মাতৃত্বও আসে বেশি বয়সে। তবে বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে যেমন ঝুঁকি থাকে, ঠিক তেমনই বেশি বয়সে বাবা হওয়ার ক্ষেত্রেও থাকে আশঙ্কা। কিন্তু প্রথমেই জানতে হবে, বেশি বয়সের অর্থ কী? এখানে বেশি বয়স বলতে বোঝানো হচ্ছে ৪০ বছর বা তার ঊর্ধ্বে। আসলে সামনেই পিতৃ দিবস। আর তার প্রাক্কালে জেনে নেওয়া যাক, ৪০ বছর বা তার উর্ধ্বে বাবা হওয়ার ক্ষেত্রে…