‘অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু’ : ইডি
সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহা, কলকাতা : লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) অফিসে ফাইল ডাউনলোড মামলায় আদালতে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। ‘অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু, আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে’, ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) বিস্ফোরক অভিযোগ ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিস্ফোরক যে অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছে রাজ্যও। হাইকোর্টে ইডির আইনজীবীর দাবি, ‘বারবার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার…