Srijit Mukherji | Aparna Sen: ডেঙ্গি আক্রান্ত সৃজিত, হাসপাতালে ভর্তির পরামর্শ চিন্তিত অপর্ণা সেনের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবারই জানা গিয়েছিল যে জ্বরে কাহিল সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji), যার জেরে বাতিল হয় ‘দশম অবতার’(Dawshom Awbotaar) ছবির শেষদিনের শ্যুটিং। এরপর শনিবার পরিচালক নিজেই জানান যে তিনি ডেঙ্গি(Dengue) আক্রান্ত। সৃজিতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন। তবে সেই পোস্টের কমেন্ট বক্সেই অপর্ণা সেন জানান যে তিনিও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন এবং এর জেরে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী পরিচালক। তাঁর সুস্থতা কামনা করেছেন অপর্ণা সেন(Aparna Sen) থেকে শুরু করে জয় সরকার।…




