কাজ না করেও অ্য়াকাউন্টে টাকা! একশো দিনের কাজে নতুন দুর্নীতির অভিযোগ
সমীরণ পাল, গাইঘাটা: ভোটের (Loksabha Election 2024) মুখে একশো দিনের কাজের (100 Days Work Scam) টাকা নিয়ে নতুন দুর্নীতির অভিযোগ। তবে এবার, দুর্নীতির অভিযোগ উঠল, একশো দিনের কাজে রাজ্য় সরকারের দেওয়া টাকা নিয়ে। উত্তর ২৪ পরগনার সুটিয়ার কয়েকজন বাসিন্দা দাবি করলেন, কাজ না করেও তাদের অ্য়াকাউন্টে টাকা ঢুকেছে। আর সেই টাকার সামান্য একটা অংশ রেখে, বাকি টাকা নাকি দিয়ে দিতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। একশো দিনের কাজের টাকায় দুর্নীতির: লোকসভা ভোটের মুখে ফের একশো দিনের কাজের টাকায় দুর্নীতির মারাত্মক…