গুরুকে সম্মান! চিপককে স্তব্ধ করে ধোনির ক্যাচ নিয়ে আনন্দ করলেন না হার্দিক
ধোনি আমার গুরু, ধোনি আমার মেন্টর, অমানুষ ছাড়া কেউ ধোনিকে অপছন্দ করতে পারে না। গুজরাটের টাইটান্সের অফিশিয়াল পেজে এভাবেই গুরুবন্দনা করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেটা যে কথার কথা নয়, মঙ্গলবারের চিপকে নিজের আচরণের মধ্যে দিয়ে বোঝালেন তিনি। ম্যাচের শেষে প্রশংসায় ভরালেন তাঁর আদর্শকে। মঙ্গলবার চলতি আইপিএলের কোয়ালিফায়ার-১’এ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস । লড়াইটা ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব বনাম মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের। তবে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে যে কাজটা মোটেও সহজ ছিল না তা ভালো করেই…










