প্রতিটা ম্যাচই এখন ফাইনাল… সুনীলদের বিরুদ্ধে নামার আগে অঙ্ক কষে চলেছেন EB কোচ
মুম্বই সিটি এফসি-র সঙ্গে মোহনবাগান এসজি ড্র করায় মন ভেঙেছে লাল-হলুদের। এতে তাদের সুপার সিক্সে ওঠার অঙ্কটাও জটিলতর হয়ে উঠেছে। তবে সেই সব নিয়ে না ভেবে, লাল-হলুদের পাখির চোখ এখন একটাই, আইএসএলের বাকি দুই ম্যাচ জেতা। আর সেই লক্ষ্যেই রবিবার বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু কিন্তু ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। তাই চাপ পুরোটাই থাকবে অস্কার ব্রুজোর ছেলেদের উপর। তার উপর আবার আইএসএলের ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যেই খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার হাতছানি লাল হলুদের…