ঠিক কী কারণে ভেস্তে যেতে পারে কেএল রাহুলের কেকেআরে যোগ দেওয়া?
নয়াদিল্লি: আইপিএলের ট্রেড উইন্ডো এখনও খোলা রয়েছে। এই ট্রেড উইন্ডোতে যে কয়টি বড় নামের দলবদলের খবর বারংবার শিরোনাম কেড়েছে, তার মধ্যে অন্যতম হল কেএল রাহুল (KL Rahul)। তারকা কিপার-ব্য়াটারকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। তবে সেই ট্রেডিংটা নাকি প্রায় ভেস্তে যাওয়ার পথে। ANI-র রিপোর্ট অনুযায়ী কেকেআর পরবর্তী আইপিএল মরশুমে রাহুলকে দলের টপ অর্ডার ব্যাটার তথা অধিনায়ক হিসাবে নিতে বদ্ধপরিকর। রাহুলের সঙ্গে দলের নবনিযুক্ত প্রধান কোচ অভিষেক নায়ারের সম্পর্কের সমীকরণও অত্যন্ত মিষ্টিমধুর। সেই সম্পর্কের…










