Singara at only Rs 2: এই বাজারেও মাত্র ২ টাকা দরে শিঙাড়া বিক্রি করছেন হাওড়ার লকাই! হাওড়ার বাজারে সুপারহিট
হাওড়ার পাঁচলা, জগৎবল্লভপুরের ও ডোমজুড়ের এক অংশ জুড়ে মানুষের কাছে জনপ্রিয় দু’টাকার শিঙাড়া। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে পাড়ায় দু টাকার শিঙাড়া ওয়ালা হাজির। দু’টাকার সিঙ্গারা ফেরিওয়ালা হাওড়ার লকাই হাওড়া: দু’টাকার শিঙাড়া ফেরি করতে ১০-২০ কিমি পথ পাড়ি দেয় হাওড়ার লকাই! প্রতিদিন ভোর রাত থেকে উঠে কয়েক হাজার শিঙাড়ায় পুর ভরে তেলে ভাজা। কয়েক শিঙাড়া তৈরি করে স্বামী-স্ত্রী মিলে। বেশ কিছুটা শিঙাড়া নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ফেরি করেন লকাই। আর পাড়ায় বসে শিঙাড়া বিক্রি করেন তাঁর স্ত্রী।…



)

