‘শুরুতে তো আমাদের কেউ পাত্তাই দেয়নি’, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় ড্র করে বিস্ফোরক রাহুল
লন্ডন: তরুণ দল, নতুন অধিনায়ক, উপরন্তু দলের তারকা ত্রয়ী আর অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজ়ের (India vs England) শুরুতে অনেকেই ভারতীয় দলকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সেইসব সংশয় দূর করে পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রতিটিতেই লড়াই করে শুভমন গিলের নেতৃত্বাধীন দল। ওভালে নাটকীয় এক ম্যাচ মাত্র ছয় রানে জিতে সিরিজ়ও ড্র করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। এরপরেই বিস্ফোরক কেএল রাহুল (KL Rahul)। ম্যাচের পর রাহুল বলেন, ‘এই ফলাফলের গুরুত্ব অপরিশীম। আমি বেশ কয়েকদিন হল…










