চাঁদের পথে যানজট! সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে ISRO
যানজট কি শুধু রাস্তায় হয়! মোটেও না। মহাকাশেও পাকিয়েছে জট। মহাকাশযানে-মহাকাশযানে ছয়লাপ। একের পর এক মহাকাশযাত্রী দেশ অভিযান চালাচ্ছে। কখনও চাঁদ তো কখনও মঙ্গল। এই সময় আগামী দিনে মহাকাশযান পাঠাতে গেলে তাই আগে থেকে পরিকল্পনা করে রাখা প্রয়োজন। কখন রাস্তা ফাঁকা থাকবে তা দেখে রাখতে হবে আগেই। সেই কাজটাই এখন করছে ISRO। আর কয়েক দিনের মধ্যে চাঁদের পিঠে নেমে পড়ছে চন্দ্রযান ৩। তার ঠিক আগে জমি জরিপ করছে ISRO, এখনকার জন্য তো বটেই, আগামী বছরের জন্যও। এর আগে চন্দ্রযান…