পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল
আর জি করের চিকিৎসক তরুণীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর ৩৪ দিন অতিক্রান্ত। সুবিচারের দাবি তুলে পথে নেমেছে গোটা বাংলা। এমন জনরোষ আগে কবে দেখেছে বাংলা? আট থেকে আশি সকলে সামিল হয়েছেন এই প্রতিবাদে। বাংলার শিল্পীমহলও পথে নেমে প্রতিবাদ জানিয়েছে এই ঘটনায়। কিন্তু শিল্পীরা কাজে ফিরতেই পড়তে হয়েছে কটাক্ষের মুখে। উঠছ ছবি বয়কটের ডাক, জুটেছে চটিচাটা তকমা। কিংবা কেউ আবার ‘রাম, বাম’ বলে দাগিয়ে দিয়েছে। এবার রোষের মুখে পড়লেন তৃণমূলের মন্ত্রী তথা বিধায়ক বাবুল সুপ্রিয়। পুজোর গান রেকর্ড…