হস্টেল নিয়ে বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য
কলকাতা: হস্টেলে গেস্ট নিয়ে কড়া যাদবপুর। মেন হস্টেলে ঢোকা-বেরনোর সময় লগ বুকে সই করতে হচ্ছে আবাসিকদের। গেস্ট হিসেবে প্রাক্তনী বা বহিরাগত ঠেকাতে লগ বুকের সিদ্ধান্ত। সেইমতো সকাল থেকে যাদবপুর মেন হস্টেলে ঢোকা-বেরোনর উপর নিষেধাজ্ঞা জারি। লগবুকে সই করে চলছে ঢোকা-বেরোনো। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দাবি, স্টাফদের পরিচয়ে, পরিচয়পত্র ছাড়াই হস্টেলে ঢুকছেন অনেকে। আজ সোমবার সকাল থেকে যাদবপুর মেন হস্টেলে ঢোকা-বেরোনোর ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আবাসিক ছাত্ররা সই করে হস্টেলে ঢুকছে কিংবা বাইরে থেকে কেউ…