দলগতভাবে ভালো খেলায় জয় এসেছে,খরা কাটতেই দাবি ইস্টবেঙ্গল কোচের
অবশেষে ৭ ম্যাচ পর ৮ নম্বর ম্যাচে এসে ISL-এ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আনোয়াররা। এদিনও আগের ম্যাচের মতো মাঠে মাটি আঁকড়ে পড়েছিল তারা। মহামেডানের বিরুদ্ধে ম্যাচে ৯ জনে খেলেও গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। বোঝাই যাচ্ছিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। অবশেষে সেই লড়াই কাজে এলো শুক্রবার। ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে মশাল বাহিনী। তবে এই জয়ের কৃতিত্ব শুধু মাত্র কোনও বিশেষ ফুটবলারকে দিতে নারাজ কোচ অস্কার ব্রুজো। তিনি এটি দলগত ভাবে ভালো…