সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…
সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে মাঠে দেখলেই গ্যালারি থেকে স্লোগান উঠত, ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো…’। সচিন-কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন এমন মাত্রায় পৌঁছেছিল। তবে সম্প্রতি শুভমন গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্কে ভাঙন নিয়েও জোর জল্পনা। শুভমন গিল (Subhman Gill) ও সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সম্পর্কে কি ইতি পড়েছে? জল্পনা বেড়েছে কারণ, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন শুভমন ও সারা। আর সেই ঘটনা নিয়ে যখন সর্বত্র সরগরম, তখনই শুভমনকে শুনতে হল বিয়ে নিয়ে প্রশ্ন। এবং…