এটা মোহনবাগান টাইম… মোলিনার দলের সঙ্গে ফার্গুসনের ম্যানইউর অবাক করা মিল!
মোহনবাগানে কি এখন হোসে মোলিনা টাইম চলছে? আসলে চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছে মোহনবাগান, লিগ শিল্ড আগেই জিতেছে, এবার আইএসএল ২০২৪-২৫ ফাইনালেও জায়গা করে নিয়েছে হোসে মোলিনার মোহনবাগান। সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগ থেকে ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল টানা দু’বারের শিল্ডজয়ীদের। সেই ২-০-র ব্যবধানেই জিতে ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান। ৫০ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে বলে হাত ছুঁইয়ে ফেলেন জামশেদপুরের ডিফেন্ডার প্রণয় হালদার। এই হ্যান্ডবলের ফলে পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোল পায় মোহনবাগান। অস্ট্রেলীয় স্ট্রাইকার…