টালমাটাল ভারতীয় ফুটবল! এবার AIFF সভাপতির বিরুদ্ধে আনা হতে পারে অনাস্থা প্রস্তাব
বড়সড় অঘটন না ঘটলে খুব শীঘ্রই এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ভারতীয় ফুটবল সংস্থা স্বিকৃত প্রায় ২০টির বেশি রাজ্য সংস্থা। জানা যাচ্ছে বর্তামনে শাসক দল এনডিএর ঘনিষ্ঠরাও নাকি কল্যাণকে আর এই পদে চাইছেন না, তাই তাঁদেরও সমর্থন রয়েছে এই অনাস্থা প্রস্তাব আনার পক্ষে। কল্যাণের বিরুদ্ধে আসতে পারে অনাস্থা এআইএফএফএর সংবিধানের আর্টিকেল ২৩র ৪ নম্বর আইটেম অনুযায়ী যদি এআইএফএফের সদস্যদের এক তৃতীয়াংশ সদস্য কোনও বিষয় আলোচনা চায়, সেটা অনাস্থা হোক বা অন্য কিছু সেক্ষেত্রে ৬০ দিনের…