দীপিকার সঙ্গে অভিনয় করতে চলেছেন নাকি সৌরভ, এল পোস্টার! সিনেমার পরদাতেও দাদাগিরি
শুক্রবার দীপিকা পাড়ুকোন শেয়ার করলেন ‘মেগা ব্লকবাস্টার’-এর পোস্টার। সৌরভ গঙ্গোপাধ্যায়ও করলেন শেয়ার। দীপিকা ক্যাপশনে লিখলেন, ‘সারপ্রাইজ’! আর সৌরভ লিখলেন, ‘খুব মজা করে শ্যুট করেছি। দ্য নিউ মেগা ব্লকবাস্টার খুব জলদি মুক্তি পাচ্ছে।’ এই একই ধরনের ঘোষণা করেছেন দক্ষিণের রশ্মিকা মন্দনা। তিনি ক্যাপশনে লিখেছেন ‘ফান স্টাফ’। কপিল শর্মা, ক্রিকেটার রোহিত শর্মাও একই রকমের জিনিস শেয়ার করেছেন। আর তারপর থেকেই সবার মাথায় ঘুরছে, ‘কেসটা কী’? খেলা-অভিনয়-কমেডির এই কোলাবরেশন দেখে চোখ কপালে উঠেছে সকলের। সঙ্গে বেশ উত্তেজনাও সোশ্যাল মিডিয়ায়। যে যার মতো…