১৪ বছরের ‘খোকা’ খেলে ফেলল IPL! শুরুতেই ছক্কা, আউট হয়ে কান্না! দিনটা গেল খারাপ
দিল্লির বিরুদ্ধে খেলার সময় পাঁজরে চোট পান সঞ্জু। প্রশ্ন ছিল, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে রাজস্থানের হয়ে ওপেন করবে? রিয়ান পরাগ টসের পর জানান, বৈভবের অভিষেক হবে এই ম্যাচে। জয়পুর: ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল খেলে ফেললেন! রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেললেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক সঞ্জু স্যামসনের বদলে এদিন খেলেন বৈভব। দিল্লির বিরুদ্ধে খেলার সময় পাঁজরে চোট পান সঞ্জু। প্রশ্ন ছিল, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে রাজস্থানের হয়ে ওপেন করবে? রিয়ান পরাগ টসের…










