আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্মাল ‘মিরাকল শিশু’
নয়াদিল্লি: মায়ের জরায়ুর বাইরেই একটু একটু করে বেড়ে উঠছিল। বড় আকারের সিস্ট একেবারে ঢেকে দিয়েছিল তাকে। তাই গর্ভাবস্থার কথা টেরই পাওয়া যায়নি বেশ কয়েক মাস। যখন জানা গেল, একেবারেই আশাবাদী ছিলেন না কেউ। কিন্তু সব ভাবনাচিন্তার অবসান ঘটিয়ে পৃথিবীতে জন্ম নিল ‘মিরাকল শিশু’। চিকিৎসকরা বলছেন, পৃথিবীর আলো দেখার কথাই ছিল না তার। কিন্তু বিজ্ঞানকেও হার মানিয়ে পৃথিবীতে ওই শিশুর আগমন ঘটেছে। (Abdominal Ectopic Pregnancy) আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড থেকে বিরল এক ঘটনা সামনে এসেছে। পেশায় নার্স, ৪১ বছর বয়সি সুজ়…










