বক্সিং ডে টেস্টে নতুন রেকর্ডের হাতছানি কে এল রাহুলের সামনে
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) নতুন নজির গড়ার সামনে কে এল রাহুল (KL Rahul)। এই মুহূর্তে সিরিজে ১-১ রয়েছে। সিরিজের আগের তিনটি টেস্টে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। খুব একটা উল্লেখযোগ্য পারফরম্য়ান্স নেই পারথ টেস্ট ও গাব্বা টেস্ট বাদ দিলে। মেলবোর্নে যদি একটি সেঞ্চুরি হাঁকান তবে নতুন রেকর্ড গড়বেন রাহুল। সেক্ষেত্রে ভারতের প্রথম ব্যাটার হিসেবে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকাবেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। সেক্ষেত্রে রাহুল টেক্কা দিয়ে দেবেন সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানেকে। যাঁরা বক্সিং ডে টেস্টে দুটো শতরান হাঁকিয়েছেন।…