ISL-ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে না যেতে দেওয়ার ষড়যন্ত্র চলছে! রেফারিং নিয়ে ক্ষোভ…
মহমেডানের বিরুদ্ধে শনিবার আইএসএলের ম্যাচ বুক চিতিয়ে লড়ে গেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। মহমেডান দলও ১ পয়েন্ট পেয়েছ ম্যাচ ড্র হওয়ায়, কিন্তু ৯জনে খেলা লালহলুদ শিবিরের প্রশংসায় সবার মুখে মুখে। স্রেফ ইস্টবেঙ্গল সমর্থকরাই নন, মহমেডান এবং মোহনবাগান দলের ফুটবলপ্রেমী সমর্থকরাও লালহলুদের এই লড়াকু ফুটবলের প্রশংসাই করছেন, চিরপ্রতিদ্বন্দিতা দূরে সরিয়ে রেখে। সুুপার সিক্সে ইস্টবেঙ্গলকে যেতে দিতে চায় না অনেকে- মহমেডান ম্যাচের পর এবার রেফারিং নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। যেভাবে পরপর দুই ফুটবলারকে লালকার্ড দেখিয়ে ৯ জনে দলকে খেলতে বাধ্য…









